Business is booming.

বেইলি রোডে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের জন্য বিনা মূল্যে কাউন্সেলিং সেবা

ঢাকা বিশ্ববিদ্যালয়ের এডুকেশনাল অ্যান্ড কাউন্সেলিং সাইকোলজি বিভাগ, বাংলাদেশ এডুকেশনাল অ্যান্ড কাউন্সেলিং সাইকোলজি সোসাইটি (বিইসিপিএস) এবং ইএমডিআর বাংলাদেশ অ্যাসোসিয়েশন সম্মিলিতভাবে বেইলি রোড অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের বিনা মূল্যে মানসিক কাউন্সেলিং সেবা প্রদান করবে।

বৃহস্পতিবার (৭ মার্চ) বিকেলে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিনা মূল্যে কাউন্সেলিং সেবার বিষয়টি জানান ঢাবির এডুকেশনাল অ্যান্ড কাউন্সেলিং সাইকোলজি বিভাগের চেয়ারম্যান ও বাংলাদেশ এডুকেশনাল অ্যান্ড কাউন্সেলিং সাইকোলজি সোসাইটির সাধারণ সম্পাদক ড. মো. আজহারুল ইসলাম।

বিজ্ঞপ্তিতে বলা হয়, চরম পীড়াদায়ক এ ঘটনায় সরাসরি ক্ষতিগ্রস্ত ব্যক্তির নানা রকম মানসিক অসুবিধা দেখা দেওয়ার আশঙ্কা রয়েছে। এ সময় মানসিক স্বাস্থ্য কাউন্সেলিং ব্যক্তিকে মানসিক স্থিরতার পাশাপাশি দীর্ঘমেয়াদি ক্ষতির ঝুঁকি কমিয়ে আনতে পারে।

বিনা মূল্যে কাউন্সেলিং সেবাটি পেতে আগ্রহী ব্যক্তি বা পরিবারের সদস্যকে অনলাইন অ্যাপয়েন্টমেন্ট ফরম পূরণ করতে হবে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের এডুকেশনাল অ্যান্ড কাউন্সেলিং সাইকোলজি বিভাগে সরাসরি উপস্থিত হয়ে অথবা অনলাইনে কাউন্সেলিং সেবা গ্রহণ করা যাবে। বিনা মূল্যে এই সেবা আগামী তিন মাস পর্যন্ত চালু থাকবে।

অ্যাপয়েন্টমেন্ট লিংক- https://forms.gle/ZrkumhdAr4F1rk5p6

মতামত দিন