Business is booming.

এনবিআরের নতুন আইন : ক্যাপিটাল গেইন করের আওতামুক্ত

অবশেষে শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানিতে কোম্পানিতে বিনিয়োগ থেকে অর্জিত আয় বা ক্যাপিটাল গেইনের উপর কর আরোপ নিয়ে সৃষ্ট ধোঁয়াশা পরিস্কার হয়েছে। জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) নতুন আইনে ক্যাপিটাল গেইনের উপর কর রেয়াত সুবিধা বহাল রাখা হয়েছে। এছাড়া মিউচ্যুয়াল ফান্ডের অর্জিত লভ্যাংশ আয়ের উপর উৎসে কর না কাটার সুবিধা দেওয়া হবে।

এনবিআরের নতুন আইনে বলা হয়েছে, বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) অধীনে পরিচালিত কোন স্টক এক্সচেঞ্জে তালিকাভুক্ত কোম্পানিতে বিনিয়োগ থেকে আয় কর এর আওতামুক্ত থাকবে।

এ বিষয়ে বিএসইসির চেয়ারম্যান প্রফেসর শিবলী রুবাইয়াতুল ইসলাম বলেন, তালিকাভুক্ত কোম্পানিতে বিনিয়োগ থেকে অর্জিত আয় বা ক্যাপিটাল গেইন আগের ন্যায় করের আওতামুক্ত থাকবে। এছাড়া মিউচ্যুয়াল ফান্ড কোন কোম্পানিতে বিনিয়োগ থেকে অর্জিত লভ্যাংশ পাওয়ার ক্ষেত্রে যে উৎসে কর কাটা হতো, তা আগামিতে হবে না। এতে করে মিউচ্যুয়াল ফান্ডের আয় বাড়বে এবং বিনিয়োগ সক্ষমতা বাড়বে।

মতামত দিন