Business is booming.

কুবিতে চার হাউস টিউটরের পদত্যাগ

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) প্রশাসনের স্বেচ্ছাচারিতা, নিয়মবহির্ভূত নিয়োগ, শিক্ষকদের পদোন্নতি আটকে দেওয়া ইত্যাদি কারণ দেখিয়ে হলের চারজন হাউস টিউটর পদত্যাগ করেছেন। বুধবার (২০ মার্চ) বিশ্ববিদ্যালয়টির রেজিস্ট্রার বরাবর তারা পদত্যাগপত্র জমা দেন।

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের আবাসিক শিক্ষক মোহাম্মদ জসিম উদ্দিন, শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত হলের ড. মোহাম্মদ মাহমুদুল হাছান খান, কাজী নজরুল ইসলাম হলের অর্ণব বিশ্বাস এবং নওয়াব ফয়জুন্নেছা চৌধুরাণী হলের জয় চন্দ্র রাজবংশী একযোগে পদত্যাগ করেছেন।

পদত্যাগপত্রে জয় চন্দ্র রাজবংশী উল্লেখ করেন, ‘কুমিল্লা বিশ্ববিদ্যালয় প্রশাসনের নানা অব্যবস্থাপনা, স্বেচ্ছাচারিতা, নিয়মবহির্ভূত বিভিন্ন শর্ত আরোপ, সিন্ডিকেটের এজেন্ডাবহির্ভূত অনিয়মতান্ত্রিকভাবে ডিন নিয়োগ, যোগ্যতা থাকা সত্ত্বেও বিভিন্ন বিভাগের শিক্ষকদের পদোন্নতি প্রদান না করে উল্টো বেআইনি শর্ত আরোপ এবং শিক্ষকদের সঙ্গে অন্যায্য আচরণের প্রতিবাদস্বরূপ আমি নওয়াব ফয়জুন্নেছা চৌধুরাণী হলের হাউস টিউটর পদ থেকে স্বেচ্ছায় পদত্যাগ করছি।

মতামত দিন